তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম ও পরীমনি। তাদের প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেয়েছে গত ডিসেম্বরে। এছাড়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামে আরেক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে আরও এক নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন হালের আলোচিত দুই তারকা সিয়াম ও পরীমনি। এ জুটির নতুন সিনেমাটির নাম ‘বায়োপিক’।আজ রবিবার সিনেমা-পরীমনি দু’জনকে অফিসিয়ালি চুক্তিবদ্ধ করানো হয়েছে।
এতে সিয়াম-পরীমনি দুজনেই সিনেমাটির চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যায়। ‘বায়োপিক’ প্রযোজনা করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানান, সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার। এটি এই পরিচালকের প্রথম সিনেমা।
এর আগে সঞ্জয় সমদ্দার বেশ কিছু ভিন্নধর্মী গল্পের নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। নির্মাতা জানান, ‘বায়োপিক’ পরিপূর্ণ সিনেমা। এটি কোনো ওয়েব কনটেন্ট নয়। গল্পটা থ্রিলার ধর্মী। কোনো ব্যক্তির জীবন নির্ভর সিনেমা নয় এটি। গল্পের ভিন্নতার কারণে নামটা রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু করার ইচ্ছে আছে পরিচালকের।
‘বায়োপিক’ সিনেমার গল্পের প্লট পরিচালকের নিজের। তবে যৌথভাবে চিত্রনাট্য করছেন কয়েকজন। তারা হলেন ইশতিয়াক অয়ন, শরুপ চন্দ দে ও পরিচালক সঞ্জয় সমদ্দার।