বগুড়া প্রতিনিধিঃ আজ সোমবার (১৫ মার্চ) বগুড়ায় ৩৫ কেজি কচ্ছপ বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা। নোয়াখালী থেকে এসব কচ্ছপ বগুড়ায় এনে বিক্রি করা হত বলে জানান তারা।আজ শহরের তিনমাথা রেলগেট এলাকায় যুব উন্নয়ন আঞ্চলিক অফিসের সামনে থেকে কচ্ছপসহ তাদের আটক করা হয়।
সূত্রে জানান, আটককৃত ব্যবসায়ীরা হলেন, শহরের ঠনঠনিয়া হিন্দুপাড়া এলাকার মৃত হলধর দাসের ছেলে গোবিন্দ চন্দ্র দাস (৫০) এবং পালশা পূর্ব পাড়া এলাকার আফসার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৮)।
ঢাকার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এসব কচ্ছপ এক থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়। তবে বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের লোক (যারা কচ্ছপ খায়) তারা ৩/৪শ’ টাকা কেজি দরে ক্রয় করে থাকেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তা অসীম মল্লিক জানান, লাইসেন্স/পারমিট না থাকলে তারা বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২-এর ৩৪ ধারা অনুযায়ী ১ বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন।
আটক ব্যবসায়ী গোবিন্দ জানান, কাহালুতে হিন্দুদের এক অনুষ্ঠানে কচ্ছপের অর্ডার ছিল। সেই জন্য নোয়াখালী থেকে বাসে করে এনে সেখানে বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। তবে কচ্ছপ বিক্রির কোন লাইসেন্স তাদের নাই বলে জানান।
এদিকে আটক ওই দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।