স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচী আয়োজন করা হয়।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পটিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র আইয়ুব বাবুল।
এ সময় তিনি ১০ দিনব্যাপী কর্মসূচী মধ্যে আগামিকাল ১৭ই মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কেটে জন্মদিন উদ্্যাপন, ১৮ই মার্চ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্য মাক্স বিতরণ, ১৯ মার্চ পৌর এলাকার মসজিদ দোয়া ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান, ২০ মার্চ পৌর ভবনে মোমতাতি প্রজ্বলন, ২১ মার্চ দুপুরে এতিমদের মাঝে খাবার বিতরণ, ২২ মার্চ মন্দির, গীজায় বিশেষ প্রার্থনা, ২৩ মার্চ চিত্রাংকন প্রতিযোগিতা বঙ্গবন্ধু’র বাংলাদেশ ও বঙ্গবন্ধু’র ৭ই মার্চ ভাষণ শীর্ষক নির্ধারিত বক্তৃত্ত, ২৪ মার্চ জাতীয় শিশু দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ২৫ মার্চ গণহত্য দিবস পালন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভা, পুষ্পমাল্য অর্পন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ১০ দিনের কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য তিনি পৌরবাসীদের প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দীন আজাদ, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানা, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দীন, ১,২,৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ৪, ৫, ৬ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, পৌর সচিব মোহাম্মদ নেজামুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোহাম্মদ।