জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আলোচনা সভায় সাবেক মেয়র নাছির

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ১৭ মার্চ বিকালে মিউনিসিপাল মডেল হাই স্কুলের সামনে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নগর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন,কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী ,বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ সভাপতি মো. এয়াকুব,সদস্য সচিব মিরন হোসেন মিরণ, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক নেতা ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।