বেনাপোল বন্দরে সিসি টিভি ও গেট পাস সিস্টেম কাজের উদ্বোধন

বেনাপোল স্থলবন্দরে সিসি টিভি ও গেট পাস সিস্টেম স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় ১৩ দশমিক ৫০ কোটি টাকা ব্যয়ে বন্দর এলাকায় বিভিন্ন স্থানে ৩৭৫টি আধুনিক মানের সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়া পণ্যবাহী গাড়িসহ বন্দর ব্যবহারকারীদের উন্নত ও নিরাপদ সেবার জন্য অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এতে বন্দরের মাধ্যমে নিরাপদ আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রীসেবা নিশ্চিত করে সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থলবন্দর চেয়ারম্যান কে এম তরিকুল ইসলাম, প্রকল্প পরিচালক যুগ্মসচিব সরোয়ার হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিফ রেজা, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, ব্যবসায়ী সংগঠনের নেতারাসহ অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন শেষে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী আন্তর্জাতিক প্যাসেনজার টার্মিনাল মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেন।