সোমবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাটের জেইউ পার্কের সামনে ট্রাক, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে দুজনের নিহত হয়েছে। এবং আহত হয়েছেন আরও দুজন।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন নোয়াখালীর কবিরহাট এলাকার মানিক আচার্য্য (৫০) ও পঁচিশ বছর বয়সী অপর যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।