সিলেটের সুনামগঞ্জে শাল্লা উপজেলায় সনাতনধর্মীদের মন্দিরে, বসতবাড়িতে অগ্নিসংযোগ লুটপাট ও সারাদেশে মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষক কর্তৃক অমানবিক নির্যাতনের প্রতিবাদে বঙ্গবন্ধু স্মৃতি ও গবেষণা পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে ২৩ মার্চ বিকাল ৪টায় নগরীর চেরাগী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উপদেষ্টা যুদ্ধাহত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী বলেছেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা আবার মাঠে নেমেছে। সহিংসতা ও অরাজকতার মধ্য দিয়ে বিশ্বনেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে তৎপর উল্লেখ করে তিনি আরো বলেন, সিলেট সুনামগঞ্জে সনাতনধর্মীদের বাড়ি ঘরে মন্দিরে আগুন লাগিয়ে লুটপাট করে সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েছে। তিনি বলেন, এরা বাঙালি জাতির শত্রু। এদের প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীসহ দেশপ্রেমিক বাঙালিরা এখনই দুর্বার আন্দোলন গড়ে তুলুন। প্রধান বক্তার বক্তব্যে চসিক প্রাক্তন প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, মন্দিরে আগুন দিয়ে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে লুটপাট করে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের তাড়ানোর জন্য শেখ হাসিনার নেতৃত্বে বীর চট্টলাবাসীকে নিয়ে আমরা প্রস্তুত, যে কোনো মূল্যে মুক্তিযুদ্ধের অপশক্তিদের প্রতিহত করা হবে। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অভিনেতা পংকজ বৈদ্য সুজন, সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাংবাদিক আলী আহমেদ শাহিন, সাংস্কৃতিক সংগঠক এস.এ. রহিম, প্রনবরাজ বড়–য়া, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, সেলিম উদ্দিন ডিবলু, সালাউদ্দিন সামির, নারী সংগঠক নাদিরা সুলতানা হেলেন, নুরজাহান আক্তার নুরা, সোমা মুৎসুদ্দী, মাওলানা জয়নাল আবেদীন চিশ্তী, রিমন মুহুরী, হারুন রশিদ, আসিফ ইকবাল, রতন ঘোষ, একেএম. মুজিবুর রহমান, ওসমান গনি, মোঃ তিতাস প্রমুখ।