প্রচন্ড ভ্যাপসা গরম ও তাপদাহে পুড়ছে সারাদেশ। সূর্যের প্রচন্ড তাপ ও গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতিষ্ঠ হয়ে পড়েছে কর্মজীবী মানুষ। সঙ্গে প্রাণীকূলও একটু পানি আর ছায়ার জন্য হাসফাঁস করছে। সকলেরই ত্রাহি অবস্থা। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এমনিতেই গরম তারপর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। হিটস্ট্রোকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।দেশের ৭০ শতাংশ এলাকাজুড়ে দাবদাহ শুরু হয়েছে। তিন দিন আগে দেশের কয়েকটি জেলা দিয়ে শুরু হয়ে এখন সেটি দেশের বেশির ভাগ এলাকায় ছড়িয়ে পড়েছে। ব্যস্ত শহরে গরমের হাত থেকে স্বস্তি পেতে ও তৃষ্ণা মেটাতে অনেকেই বেছে নেন রাস্তার পাশে থাকা ভ্রাম্যমাণ দোকানের শরবত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগসহ রাজশাহী, পাবনা ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।দিনের সূর্যের তাপ রাতে না থাকলেও সূর্যতাপের রেশ থাকছে মধ্যরাত পর্যন্ত। এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। প্রচন্ড গরমের সাথে যোগ হয়েছে লোডশেডিং, পানি সংকট। অধিক তাপমাত্রা আর ঘন ঘন লোডশেডিংয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। গরমে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকের রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে