শ্রীমঙ্গলে বীরঙ্গনা বীরমাতাদের নতুন বস্ত্র দিয়ে বরণ

আজ শুক্রবার(২৬ মার্চ)মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাধীনতার ৫০তম বর্ষে বীরাঙ্গনা বীর মাতাদের নতুন কাপর দিয়ে বরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবে ১২দিন ব্যাপী ব্যাতিক্রমী আয়োজন করে আলোচনায় আসা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম নানা কর্মসূচীর সাথে বীরাঙ্গনা বীরমাতা শিলা গুহ ও মায়া খাতুনকে নিজের টাকায় শাড়ী কিনে তাদের হাতে তুলে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সহকারী কমিশিনার ভুমি নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ সভাপতি ডা: হরিপদ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমূখ।

এ ছাড়াও শুক্রবার আয়োজন করা হয় ৫০তম বর্ষের ৫০টি ফানুস উড্ডয়ন, ৫০টি বিশেষ আতশবাজী ফুটানো কর্মসূচীর। এর আগে বিগত ১০দিন ব্যাপী শ্রীমঙ্গলের সকল আদিবাসীদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, মানবজোড় দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রতীকী উপস্থাপন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটকসহ অসংখ্য অনুষ্ঠানমালার।