ঠাকুরগাঁওয়ে শব্দ দুষণে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ অপ্রয়োজনে হর্ণ বাজানো বন্ধ করি এ স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা বিষয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা নাগরিক কমিটি। সোমবার সকালে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করা হয়। কর্মসুচি চলাকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু তোরাব মানিক ও সধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ বক্তারা বলেন, যানবাহন চলাচলে শহরে অপ্রয়োজনে হর্ণ বাজানো বন্ধ করি। অযথা হর্ণ বাজানোর ফলে পথচারি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক ভোগান্তি থেকে রেহাই পাবে। আমরা মনে করে এ বিষয়ে সকলে সচেতন হবে।
কর্মসুচিতে সংগঠনের নেতা ও সদস্যরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।