পুলিশি পাহারায় চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

আজ শুক্রবার (২ এপ্রিল) চট্টগ্রামে কড়া পুলিশ পাহারায় অনুষ্ঠিত হলো হেফাজতের বিক্ষোভ সমাবেশ। আজ দুপুরে জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে এই সমাবেশ করে হেফাজতে ইসলাম।
এতে বক্তব্য রাখেন হেফাজতের চট্টগ্রাম মহানগরির সেক্রেটারি লোকমান হাকিম সহ মহানগরি নেতারা। সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে হেফাজতের কর্মসূচীতে আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবী করেন। তাছাড়া হেফাজতের কোন নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ না করার দাবী জানানো হয়।

এসব দাবী মানা না হলে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা। এর আগে গেল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর প্রতিবাদে সারাদেশে ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া সহ সারাদেশে নিহত হয় আরো কয়েকজন। এরই ধারাবাহিকতায় আজ বিক্ষোভ কর্মসূচী পালন করেছে হেফাজতে ইসলাম।