মুরাদপুরে অভি মোটরস ই-বাইক এর শোরুম উদ্বোধন

শহরের প্রাণ কেন্দ্রে সিডিএ এভিনিউ মুরাদপুরে প্রযুক্তির নতুন দুনিয়ার সাথে বড় পরিসরে অভি মোটরস ই-বাইক হাউজের নতুন শোরুম উদ্ধোদনের মাধমে যাত্রা শুরু করেন ।শুক্রবার (২ এপ্রিল) বিকাল ৫টায় এ শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অভি মোটরস ই-বাইক এর শোরুমের উদ্বোধন করেন চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোরশেদ আলম উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী রেজাউল বারী, কবি ও গবেষক তালুকদার হালিম, ব্যবসায়ী আলী ইউসুফ, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসহাক যন্ত্রশিল্পী রুবেল চৌধুরী বাসু প্রমুখ। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন খুলশি গারেঙ্গিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা মৌলানা মোস্তাক আহমদ।

পরিবেশ বাচান,খরচ বাচান। বায়ু দুষণ ও শব্দ দুষণ মুক্ত কম খরচে ই-বাইক ইলেকট্রিক স্কুটার ও সাইকেল চালান, জ্বালানী ছাড়া শুধু ইলেকট্রিক চার্জে ১ টাকা খরচে ১০ কি.মি. পথ চলার বাহন ইলেক্ট্রিক চার্জের গাড়ি ব্যবহার করুন। শোরুমটিতে সব ধরনের স্কুটার ও ব্যাটারি চালিত সাইকেলে থাকছে ৫% পর্যন্ত ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। নারী বাইকারদের জন্য আরও বড় পরিসর নিয়ে শোরুমটি যাত্রা শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোরশেদ আলম বলেন, টেকসই ও যুগোপযোগী মডেলের মোটর সাইকেল ও পরিবেশ ই-বাইক নিয়ে আরো বড় পরিসরে বাজারে এসেছে অভি মোটরস। নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে শুধুমাত্র ইলেকট্রিক চার্জে মাইলের পর মাইল চলবে এসব বাইক ও সাইকেল। মূল্যও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। তিনি অভি মোটরস ই-বাইক হাউস সাফল্য কামনা করেন।