মামুনুল হকের কঠিন গর্জন গণমাধ্যম কর্মীসহ সবাইকে দেখে নেবো, তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করলে ও ছাড়া পেয়ে হেফাজত নেতা মামুনুল হক তার স্ত্রীকে টেলিফোন করে জানান, যে নারীর সঙ্গে তাকে নিয়ে কথা হচ্ছে তিনি তার স্ত্রী নন। জনৈক শহীদুল ভাইয়ের স্ত্রী। টেলিফোনে স্ত্রীকে বলেন,’আল্লাহর কসম আমি আকাম করি নাই: মামুনুল হকপুরা কথাটা সামনে এসে বলবো। ওটা আমাদের শহীদ ভাইয়ের স্ত্রী।তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে বইলো আমি সব জানি। এমন একটা কিছু বইলো।’