করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী তুলে দিলেন জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরী।
শনিবার সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীনের হাতে তুলে দেন মুনির চৌধুরী।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ।
মুনির চৌধুরী বলেন, রাউজান আমার জন্মভূমি। রাউজানের সাধারণ মানুষকে করোনার প্রার্দুভাব থেকে রক্ষায় কাজ করছে রাউজান উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্¦াস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্বাস্থ্য-কর্মীরা। তাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের পক্ষ থেকে প্রদান করা হলো।