কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ হার দ্রুত বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আক্রান্তদের সেবা প্রদানে চট্টগ্রাম সিটি করপোরেশন লালদিঘী পাড়ের চসিক লাইব্রেরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে ৫০ শয্যায় আইসোলেশন সেন্টার চালু করেছে চট্রগ্রামে সিটি কর্পোশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। শনিবার এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান ৬ এপ্রিল এই আইসোলেশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এখানে চিকিৎসাধীনরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধপত্র-অক্সিজেন সাপোর্ট, খাবারসহ সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন। এছাড়া রোগী পরিবহন ও স্থানান্তরের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে।
সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সুমন তালুকদারের তত্ত্বাবধানে এই আইসোলেশন সেন্টারে চসিকের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত থাকবেন। এছাড়া আক্রান্ত রোগীর অবস্থা জটিলতর হলে তা সারিয়ে তুলতে বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষ পরামর্শ গ্রহণ করা হবে এবং টেলি মেডিসিন সেবারও ব্যবস্থা থাকবে। মেয়র আরো জানান, আইসোলেশন সেন্টারটিকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ জীবাণুনাশক সরঞ্জাম সরবরাহ করা হবে।
মেয়র জানান, নগরীর ৪১টি ওয়ার্ড ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে মাইকিং ও সচেতনমূলক লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা ও সরকারের ১৮ দফা নির্দেশনা পালন ও অনুসরণে বাধ্যবাধকতা সম্পর্কেও নগরবাসীকে সর্তক করে দেন। বিজ্ঞপ্তি