লকডাউন এর কারণে পেছালো প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

আজ রোববার(০৪ এপ্রিল)বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এবং সাংবাদিকদের স্বাস্থ্যঝুকির কথা বিবেচনায় পেছানো হল চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের প্রাণের সংগঠন লোহাগাড়া প্রেসক্লাব এর পূর্বঘোষিত ৫ এপ্রিলের নির্বাচন।

৫ এপ্রিল থেকে সারাদেশে একযোগে একসপ্তাহ লকডাউন ঘোষণা করেছে সরকার তারই ধারাবাহিকতায় সংক্রমণ রোধে ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য লোহাগাড়া প্রেসক্লাব এর নির্বাচন পেছানো হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব এর আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন রশিদী।

লোহাগাড়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ার কারণে ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে এবং সাংবাদিকদের স্বাস্থ্যঝুকির কথা বিবেচনায় ৫ এপ্রিল অনুষ্ঠিতব্য লোহাগাড়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন পেছানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।