ব্রেকিং নিউজ »চট্টগ্রামে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

ফয়েজ আহমেদ ডেক্স প্রতিবেদনঃ সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের প্রতিবাদে প্রথম দিনেই নগরীর রিয়াজউদ্দিন বাজারের সহস্রাধিক ব্যবসায়ী নিউমার্কেট মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ৫ এপ্রিল সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ।
এ সময় বক্তব্য রাখেন তামাকুমণ্ডি লেন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক আহমেদ কবির দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দোকান খুলে দেয়ার দাবি জানান। ‘লকডাউন মানি না মানব না’ বলে শ্লোগানও দেন।বক্তব্যে বলেন, সারাবছর দোকান চলে রমজানের বেচাকেনা দিয়ে। করোনা সংক্রমণের কারণে গত বছর রমজানেও ব্যবসা হয়নি। এ বছর রমজান শুরুর আগে আবারও এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার। আমরা লকডাউন বাদ দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দোকান খুলে দেয়ার জন্য দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে নামব।