চট্টগ্রামে লকডাউন চলাকালে চসিকের মোবাইল কোর্ট অভিযান

আজ সোমবার(০৫ এপ্রিল)চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সকালে মোবইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী, লাভলেইন, জুবলী রোড, নিউ মার্কেট, রেল ষ্টেশন ও ষ্টেশন রোড এলাকায় করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নয় জনকে এক হাজার দুইশত টাকা এবং মেশিনারি দোকান খোলা রাখায় দোকান মালিককে এক হাজার টাকাসহ সর্বমোট দুই হাজার দুইশত টাকা জরিমানা করা হয়।

অভিযানে মাস্ক বিহীন লোকজনকে মাস্ক বিতরণ করা হয় এবং জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা প্রদান করে।