খ‌লিফাপ‌ট্টি বায়তুন নুর জা‌মে মসজিদের জন্য অনুদান

খ‌লিফাপ‌ট্টি বায়তুন নুর জা‌মে মসজিদের জন্য শিক্ষা উপম‌ন্ত্রী ম‌হিবুল হাসান চৌধুরী নও‌ফেল এর পক্ষ থে‌কে আসা অনুদা‌নের অর্থ দি‌য়ে আমার বাবা ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামীলীগ (বি ইউ‌নি‌ট) এর সভাপ‌তি শাহাদাত হো‌সেন চৌধুরী (বাদল) এর প্রস্তাবনায় সংর‌ক্ষিত ম‌হিলা ক‌মিশনার রুম‌কি সেন গুপ্ত এর প্রচেষ্টায়, সাবেক ক‌মিশনার ও ওয়ার্ড আওয়ামীল‌ীগ এর সভাপ‌তি পেয়ার মোহাম্মদ এবং মসজি‌দের মো‌তোয়াল্লী ই‌লিয়াছ সা‌হে‌বের সহ‌যো‌গিতায় ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড ক‌মিশনার, সা‌বেক প্যানল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী কর্তৃক ‌‌নিজস্ব অর্থায়‌নে তৈ‌রিকৃত বলুয়া‌দিঘী পাড় মস‌জি‌দে দেওয়া বর‌ফের ক‌ফিনের নমুনা মে‌াতা‌বেক ফ্রিজিং সি‌স্টেম বর‌ফের ক‌ফিন এলাকাব‌াসীর জন‌্য মস‌জি‌দে হস্তান্তর করা হ‌লো।