এস,আহমেদ ডেক্সঃ »বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ের মণিকোঠায় বেঁচে আছেন। বাঙালি জাতি যতদিন থাকবে, কৃতজ্ঞভরে বঙ্গবন্ধুকে স্মরণ করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হলেই তার আত্মা শান্তি পাবে বলে জানান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু সবসময় একটি শোষণমুক্ত বাংলাদেশ আর বাঙালির অধিকারের কথা চিন্তা করতেন। তাঁর চিন্তা-চেতনায় ছিল অসাম্প্রদায়িক ও দেশকে অর্থসমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিণত করা। বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীন হয়।তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজে নিয়োজিত হন, তখনই একাত্তরের পরাজিত শক্তি তাকে হত্যা করে। তারা ৭১’র পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু তারা জানত না, বঙ্গবন্ধুকে হত্যা করা যায়, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুর উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেশ বিরোধীরা কখনোই মেনে নিতে পারছে না। তাই তারা আজ নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। মহানগর মুজিব সেনা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের নগর সভাপতি মাহাবুব আলম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কবি সংগঠক টিভি ব্যক্তিত্ব লেখক ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক কামরুল হাসান বাদল, প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক রেজাউল করিম কায়সার। শফিক আদনান বলেন, যারা জাতির জনককে সপরিবারে হত্যা করে বাংলাদেশকে নিশ্চিন্ন করার অপপ্রয়াস চালিয়েছে, তারাই আজ ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। কামরুল হাসান বাদল বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করেন, তারা কখনোই সাম্প্রদায়িক মনোভাব পোষণ করতে পারেন না।সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগের সদস্য এস এম ফারুক, মাহবুবুর রহমান মাহফুজ, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফারজানা আফরোজ জেনিফার, নারী কাউন্সিলর প্রার্থী রুমকি সেন গুপ্তা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, ডা. জামাল উদ্দিন, মুজিব সেনার সাদেকুর রহমান, ফসিউল আলম রিয়াদ, ফসিউল আলম সমীর, ইমরান মাহমুদ, সুচিত্রা গুহ টুম্পা, হাসনাতুজ্জামান চৌধুরী, মো. জাহেদ, জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ, ডা. আবদুল মান্নান প্রমুখ।