একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ৩১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হন মিতা হক। পরে তিনি সুস্থও হন। কিন্তু কিডনি সমস্যার জন্য শনিবার ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে।
বাসায় নেওয়ার পর আবার প্রেসার ফল করলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। এরপর রোববার সকালে চিরদিনের জন্য বিদায় নেন তিনি।