আজ রোববার, (১১ এপ্রিল )নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে যাওয়ার খবর পেয়ে আজ সকালে অকুস্থলে ছুটে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রয়াত গৃহ মালিক কার্তিক ঘোষের সন্তানদের সাথে কথা বলেন।
ভবনে বসবাসকারী ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ায় তাদের ধন্যবাদ জানান। মেয়র সে সময় বাড়ির মালিককে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষসহ সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় পূর্বক ভবনটি ভেঙ্গে বিধিসম¥ত ভাবে পুনঃনির্মাণের জন্য পরামর্শ দেন। এ সময় এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর মো. সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সেবা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।