আজ সোমবার (১২ এপ্রিল)বান্দরবানে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে পাহাড়ী জনগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ণা’র সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান বৌদ্ধ ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক উ তেজ মহাতের, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, উজানি পাড়া বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক হেডম্যান মংহৃচিং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্ণা বলেন, জলখেলি, সাংস্কৃতিক, ক্যায়াংএ ছোয়াইং দান, নদীচরে বুদ্ধমূর্তি ¯œান, প্রদ্বিপ প্রজ্জলন আয়োজন বাতিল করা হয়েছে। শুধুমাত্র ঘরোয়া পরিবেশে এবং বড় ক্যায়াং গুলোতে নিজস্ব ভাবে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় অনুষ্ঠানমালা হবে। তবে বাহিরের কোনো পূজারি ক্যায়াংএ যেতে পারবেনা। আগামী ১৩ থেকে ১৬ এপ্রিলের আনুষ্ঠানিক ভাবে বৈসাবি উৎসব হবেনা। সব ধরণের জনসমাগম ও বৈসাবি আয়োজন বন্ধ ঘোষণা।