নাটোর প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) নাটোরে করোনায় আক্রান্ত হয়ে আফাজ উদ্দিন নামে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।নিজ বাড়ি সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর গ্রামে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান।এদিকে আজ ১৫ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ রেজাল্ট আসে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৩ জন।
নাটোর সিভিল সাজন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান জানান, মৃত আফাজ উদ্দিন গত ৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে গিয়ে চিকিৎসারত ছিলেন।
সদর উপজেলার নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।