লালখান বাজার ওয়ার্ড এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে:মেয়র নাছির

আজ ১৩ এপ্রিল মঙ্গলবার লালখান বাজার ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগ আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগ নেত্রী সেলিনা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা রুবা আহসান চৌধুরী, চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, নগর আওয়ামীলীগ সদস্য বেলাল আহমেদ, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, নগর শ্রমিক লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক মো আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, শ্রমিক নেতা আবদুল হালিম, ভাস্কর উল্লাহ চৌধুরী, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এস এম মামুনুর রশিদ, লালখানবাজার ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য আনিসুর রহমান চৌধুরী, শেখ আমিনুর রহমান সুমন,নগর মহিলা শ্রমিকলীগ নেত্রী আনোয়ারা আলম, মুক্তা জামান,নাসিমা আকবর,কানিজ ফাতেমা লিমা,তাহমিনা আকতার, রুনা আকতার,সুমি আকতার, রেহেনা আকতারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহানগর এলাকার ৩০০ জন মহিলা শ্রমিক লীগ নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।