মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ প্রতিবেদনঃ » শনিবার(৫সেপ্টেম্বর)বিকাল ৫ টায় “বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষনা ট্রাষ্ট” এর চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধকালীন বি এল এফ গ্রুপ কমাণ্ডার ডা:মাহাফুজুর রহমান এর সভাপতিত্বে ও মহাসচিব দেরাদুন, ভারতের বি এল এফ প্রশিক্ষক ও চট্টগ্রাম মহানগর কমাণ্ডের সাবেক কমাণ্ডার ফাহিম উদ্দীনের উপস্থাপনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ ব্যাপী মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহনের যে কাজ চলছে তার উপর বিষদ আলোচনা করা হয় এবং কিছু জরুরী সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় নিম্নলিখিত ট্রাষ্টিগণ উপস্থিত ছিলেন। যথা:- মো: হারিছ, রাখাল চন্দ্র বণিক(স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর), কবি অরুণ দাশ সাথী, সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড.মুহাম্মদ ইদ্রিস আলী, মো:আবুল কাসেম, সিরাজুল ইসলাম রাজু, মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, রেজাউল করিম চৌ: কুসুম, ডা: জবিউল হোসেন, এ এফ এম ফারুক, আমি(জাহেদ আহাম্মদ)।