খাগড়াছড়ি প্রতিনিধিঃহঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়াতে আবারও সারাদেশে চলছে লকডাউন ।অন্যদিকে খাগড়াছড়িতে লকডাউনের প্রথম দিনে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় ১২০ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।সারাদিন জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তারা এ জরিমানা করেন।
জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে পালন করার লক্ষ্যে ও মানুষকে এই এ ভাইরাস থেকে রক্ষা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ কার্যক্রম লকডাউনের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।