মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দোকানসহ একটি তুলার গোডাউন পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
সূত্রে জানায়,বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ৮টা ৫০ মিনিট) অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও উদ্ধার জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. আজিজুল ইসলাম জানান,‘অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও উদ্ধার তদন্ত সাপেক্ষে বলা যাবে। সেখানে দু’টি দোকান ও একটি গোডাউন পুড়ে গেছে।’