ব্রেকিং নিউজ » সর্বাত্বক লক ডাউনের চট্রগ্রাম তৃতীয় দিনে সড়কগুলো অনেকটাই ফাকা

আজ শুক্রবার, (১৬ এপ্রিল) ২০২১, ৩ বৈশাখ ১৪২৮,সর্বাত্বক লক ডাউনের তৃতীয় দিন সকালে প্রধান সড়কগুলো ছিলো অনেকটাই ফাকা। সাপ্তাহিক ছুটির দিন সকালে নগরীর প্রধান সড়ক গুলো ছিলো রিক্সা ও অটোরিক্সার দাপট।
সকাল আটটা পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর তৎপরতাও লক্ষ করা যায়নি ।এ্যাম্বুলেন্সের পাশাপাশি কাঁচামাল পরিবহনকারী যানবাহনের দেখা মেলে। সরকারী ঘোষনা অনুযায়ী দোকানপাটও বন্ধ ছিলো তৃতীয় দিন সকালে।কাঁচাবাজারে চট্রগ্রাম তৃতীয় দিনেওস্বাস্থ্য সচেতনতার কোন বালাই নেই।ভিড়ে মাঝে মানুষ কেনাকাটা করছেন।অনেকেরই মাস্ক নেই মুখে কেউ বা আবার ঝুলিয়ে রেখেছেন গলায় এহলো করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) বাকলিয়ার বৌবাজারে করোনাভাইরাস নেই এখানে আসবেনা বলে জানান কয়েকজন । রীতিমত দোকানপাট ওখোলা ।বিস্তারিত আসছে…