চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী কোভিড-১৯ টিম বড়হাতিয়া, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সাধারণ পথচারী আর দোকানিদের মাঝে ৫ শত পিচ মাস্ক বিতরণ করেছেন।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল মুহাম্মদ ওরহান এর নেতৃত্বে বড়হাতিয়া ইউনিয়নে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুল ইসলাম মুরাদ, ইমরান হোসেন রাতুল, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান সোবহান, রাশেদুল ইসলাম রাশেদ, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসাইন, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজ্জাদ আরেফিন শুভ, লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবরার অভি, বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মহি, আব্দুল মোমেন, বদিউজ্জামান আসিফ, শিহাব উদ্দিন, ওবায়দুল্লাহ, মোহাম্মদ রায়হান, তোফায়েল, সাজ্জাদ হোসাইন, সজিব কান্তি নাথ প্রমুখ।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, আমরা সবাই যদি নিজের অবস্থান থেকে সচেতন হয়ে অন্যকে সচেতন করি তাহলে যে কোনও মহামারি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা সম্ভব। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আরও এগিয়ে যাবে দেশ।