চসিকের ওয়ার্ডে ক্র্যাশ পোগ্রাম জলাবদ্ধতা নিরসন-মশা নিয়ন্ত্রণে

চসিক,১৪ এপ্রিল থেকে চট্টগ্রাম নগরের ও মশা নিয়ন্ত্রণে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ‘যেকোনো ঝুঁকি নিয়ে নান্দনিক ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয় বাস্তবায়ন করা হবে। নগরীর ৪১ ওয়ার্ডে নালা নর্দামা খাল পরিস্কারের পাশাপাশি মশক নিধন কার্যক্রমের জন্য ও আলাদা ক্র্যাশ প্রোগ্রামের জন্য ১০০ জন দক্ষ স্প্রে ম্যান দ্বারা গঠন করা হয়েছে। বিদ্যমান জনবল, ইকুইপমেন্ট ও ওষুধপত্র নিয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিদিন ৪টি ওয়ার্ডে ২৫ জন করে স্প্রে ম্যান এ মশক নিধন কার্যক্রমে নিয়েজিত থাকবে, অদ্য মশক নিধন কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রতি ওয়ার্ডে প্রতিদিন অবৈধ স্হাপনা উচ্ছেদ এ অভিযান চলবে।’