করোনাকালে সর্বাত্মক লকডাউনে কড়াকড়ি করায় কর্মহীন হয়ে পড়েছে বেশ কিছু মানুষ। দুর্ভোগে পড়ারাসহ নগরের নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের কাছে গত তিন দিন ধরে ত্রাণ বিতরণ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) চট্টগ্রাম নগরে নিম্ন আয়ের এক হাজার মানুষের নিকট জেলা প্রশাসনের উপহারসামগ্রী (ত্রাণ) এবং ২০৬ জনের মাঝে ১ লাখ ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়াম ও জিমনেশিয়াম হলে এসব উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
এ সময় তিনি বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসন নগর ও উপজেলায় অসচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। হতদরিদ্র কোনো পরিবার যাতে সরকারি সহায়তার বাইরে না থাকে সে ব্যাপারে কঠোরভাবে তদারকি করা হবে। লকডাউনে কেউ যাতে উপোষ না থাকে সে বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, মাসুদ রানা, আশরাফুল আলম, ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী প্রমুখ।