করোনা সংক্রমণ রোধে ৪র্থ দিনে রাজধানীতে মানুষের চলাচল কম

আজ শনিবার(১৭ এপ্রিল)করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর নিষেধাজ্ঞার চতুর্থ দিন। ছুটির দিন হওয়ায় রাস্তায় পরিবহণ ও মানুষের চলাচল কম।
তবে গার্মেন্টস খোলা থাকায় শ্রমিকরা যাচ্ছে গন্তব্যে। কিন্তু বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। এসময় অনেকের মুখেই দেখা যায়নি মাস্ক।

এদিকে রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বাইরে আসা মানুষদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।