ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পঞ্চম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ৪৫টি আসনে ভোট হবে।
রাজ্যের উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের ৮, নদীয়ার ৮, জলপাইগুড়ির ৭, দার্জিলিংয়ের ৫ ও কালিম্পংয়ের একটি আসনের জন্য ১৫ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট হচ্ছে।
বিধানসভার আট ধাপের মধ্যে পঞ্চম ধাপের এ নির্বাচন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রতিদ্বন্দ্বী বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। উভয় দলই বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০০টির বেশি আসনে জিততে চাইছে। রাজ্যের উত্তরাঞ্চলে ১৩টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে দক্ষিণাঞ্চলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অবস্থানও শক্তিশালী।
পঞ্চম ধাপে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আসনে তৃণমূল কংগ্রেসের নেতা ওমপ্রকাশ মিশরা লড়াই করছেন সিপিএমের অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে। তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ব্রাত্য বসুর সঙ্গে বিজেপির বিমল শঙ্কর নন্দ ও সিপিএমের প্রার্থী পলাশ দত্তের দমদম আসনে লড়াই হবে।
রাজ্যের কমরহাটি আসনে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র, বিজেপির অনিন্দ্য রাজু বন্দোপাধ্যায় ও সিপিএমের সয়নদিপ মিত্র। বারাসাত আসনে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী তৃণমূলের হয়ে লড়াই করছেন বিজেপির শঙ্কর চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
২৭ মার্চে শুরু হওয়া বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে এরই মধ্যে ভোট সম্পন্ন হয়েছে।
পঞ্চম ধাপের ৪৫টি আসনের প্রত্যেকটিতেই বিজেপি প্রার্থী দিয়েছে। তৃণমূল ৪২টি আসনে লড়ছে, বাকি তিন আসনে দলটির মিত্র গুর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী হিসেবে লড়াই করছে। কংগ্রেস নিজে ১১ টি আসন লড়ছে। অন্যান্য আসনে কংগ্রেসের মিত্র সিপিএমসহ অন্যান্য দলের প্রার্থী ভোটে দাঁড়িয়েছে।
বিধানসভার বাকি তিন ধাপের নির্বাচন ২২, ২৬ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটের ফল জানা যাবে ২ মে।