চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫

আজ শনিবার (১৭ এপ্রিল)চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বাঁশখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের ৫ জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।সূত্রে জানান,বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত ও আহত হয় শতাধিক।আজ সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।

আজ দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে। এছাড়া, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১৮ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের বিরোধ চলছিল। সকালে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩২ জনের মতো আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।