আজ শনিবার(১৭এপ্রিল)কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম ধর্মপূর সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক চোরা কারবারীকে আটক করেছে বিজিবি।আজ দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সূত্রে জানান,মাদক কারবারীর নাম লায়ন ইসলাম। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর গ্রামের আবু তালেবের ছেলে। তার কাছ থেকে বিজিবি ১৯০ বোতল ফেন্সিডিল, ১৩৩ বোতল সিরাপ, ১১ কেজি ভারতীয় লবন, ২টি বাইসাইকেল ও ১৫টি মাদক বহনের প্রসেসর জব্দ করে।
বিজিবি বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদক কারবারী লায়ন ইসলামসহ বাড়ীর মালিক আজিজুল ইসলাম ও তার স্ত্রী শেফালী খাতুনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আসামীকে দুপুরে কুড়িগ্রামে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।