চট্রগ্রাম সাতকানিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

চট্রগ্রাম সাতকানিয়া উপজেলার আফজালনগর এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সূত্রে জানান,গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী থানার মনিপুর গ্রামের কাজী আবদুর রহিমের ছেলে আবুল হোসেন (৩২) ও নারায়ণগঞ্জ জেলার সিদ্দীরগঞ্জ থানার কদমতলীর শহীদুল ইসলামের ছেলে মানিক মিয়া (২৯)। তাদের মধ্যে আবুল হোসেন ট্রাকের চালক ও মানিক হেল্পার। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক ( মিডিয়া) আনোয়ার হোসেন ভূঞা বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া থানার আফজালনগর এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এসময় ট্রাকের কেবিনের ভেতর থেকে আনুমানিক ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকার মূল্যের ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি বলেন, এ ঘটনায় সাতকানিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।