হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর মহাসচিব মামুনুল হককে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় নেয়া হয়। সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়।
সোমবার (১৯ এপ্রিল) মামুনুল হককে আদালতে তোলা হবে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
২০১৩ সালে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশ থেকে ভাঙচুর ও নাশকতার মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। এছাড়া মোহাম্মদপুর, পল্টন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় বেশক’টি মামলা রয়েছে হেফাজতের বিতর্কিত এই নেতার বিরুদ্ধে।
আলোচিত হেফাজত নেতা মামুনুল হক ওয়াজের নামে তার নানান বক্তব্যে আলোচনায় আসেন। সবশেষ স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মোদীর বাংলাদেশ সফর ঘিরে ঢাকাসহ বিভিন্নস্থানে ভাঙচুর পরে তার রিসোর্টকাণ্ড। আবারো আলোচনায় বিতর্কিত এই বক্তা। এরপর বেশক’টি মামলা।