আজ সোমবার (১৯ এপ্রিল) ‘কঠোর নিষেধাজ্ঞাও’ রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ চোখে পড়ার মতো। কোথাও কোথাও যানজটও চোখে পড়েছে। আজ কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে নিষেধাজ্ঞার জধানীর বিভিন্ন সড়কে ঘুরে এ চিত্র দেখা গেছে।বেশিরভাগ যানবাহনে আছে মুভমেন্ট পাস। ফলে সড়কে যানবাহনের চাপ থাকলেও চলাচলের অনুমতি দিতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
এদিনও মূল সড়কে যানবাহন চলাচলে কিছুটা কঠোরতা থাকলেও অলিগলিতে একেবারে ঢিলেঢালা ভাব দেখা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের তাণ্ডব চলতে পারে মে-জুন পর্যন্ত। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হলেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে সবশেষ রবিবার একদিনে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু দেখেছে দেশ। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় সারা দেশে ২৫৭টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জন।