চট্টগ্রাম নগরের ৮টি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা

সোমবার (১৯ এপ্রিল)চট্টগ্রাম নগরের তিন থানার অন্তত আটটি এলাকাকে ‘উচ্চ সংক্রমণশীল’ হিসেবে চিহ্নিত করে বিভিন্ন ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করাে‘রেড জোন’ ঘোষণা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)সকাল ১১টার দিকে পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উচ্চ সংক্রমনশীল এলাকাগুলোতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা আরোপ করেছে
পুলিশ এসব এলাকায় মাইকিং করে রেড জোন ঘোষণার বিষয়টি জানিয়ে দেয়। প্রয়োজন ছাড়া ঐসব এলাকার বাসিন্দাদের অন্য কোথাও না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। নগরের চকবাজার থানার জয়নগর, হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ, নয়াবাজার, বউবাজার, ঈদগাহ, বসুন্ধরা এলাকা এবং পাহাড়তলী থানার ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ও ১২ সরাইপাড়া ওয়ার্ডের কিছু এলাকা উচ্চ সংক্রমণশীল এলাকার আওতায় পড়েছে। দুপুর থেকে এসব এলাকায় কড়াকড়ি আরোপ করে দায়িত্ব পালন করছে পুলিশ। বলেন, আইইডিসিআর এর নির্দেশনা অনুযায়ী প্রতি এক লাখ মানুষের মধ্যে ৬০ জনের বেশি মানুষের মধ্যে করোনার সংক্রমণ থাকলে ওই এলাকাকে রেড জোন হিসেবে গণ্য করা যাবে। সেই হিসেবে চকবাজার এলাকার এই অংশে করোনা আক্রান্তের সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে। তাই এই এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে।