আজ সোমবার (১৯ এপ্রিল)বান্দরবানে সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলুপাড়া সেনা ক্যাম্পে তল্লাশি চালিয়ে অস্ত্র’সহ দুই পাহাড়ের সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।
সূত্রে জানান,আজ দুপুরে ডুলুপাড়া সেনা ক্যাম্পের চেকপোস্টে দায়িত্বরত সেনা সদস্যরা একটি মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তিরা রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়ার বাসিন্দা মংএচিং মারমা ও ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য কালা মাং মারমা। স্থানীয়দের ধারণা এই দুই সন্ত্রাসী মগ লিবারেশন পার্টির চাঁদা কালেক্টর।
গোপন সংবাদের ভিত্তিতে জানান,এ সময় আটককৃতদের কাছ থেকে একটি শটগান, ৪ রাউন্ড কার্তুজ’সহ সন্ত্রাসী কাজে ব্যবহার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করেছেন সেনাবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সোহাগ রানা জানান, সেনাবাহিনীর তল্লাশিতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।