সৌদি আরবে আবহা বিমানবন্দরে ড্রোন হামলা

আজ মঙ্গলবার (২০ এপ্রিল )সৌদি আরবের দক্ষিণের আবহা বিমানবন্দরে নতুনকরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি।

তিনি জানান, ইয়েমেনে অব্যাহত হামলা ও হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার প্রতিক্রিয়ায় এই পাল্টা আঘাত হানা হয়েছে।

তিনি আরও বলেছেন, আবহা বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ সামরিক পয়েন্টে আঘাত করা হয়েছে। এতে কাসেফ-কেটু ড্রোন ব্যবহার করা হয়েছে।

সৌদি আরবের দক্ষিণে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটির পাশেই আবহা বিমানবন্দর অবস্থিত। এই দুই অবস্থান থেকেই ইয়েমেনে সবচেয়ে বেশি হামলা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। চলতি সপ্তাহেই কিং খালিদ বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে সৌদি বাহিনী।