নগরীর বেশকিছু এলাকায় সর্বাত্বক লক ডাউনে মানছেনা মানা আর কিছু কিছু এলাকায় পিনপতন নিস্তদ্ধতা লক্ষ্য করা গেছে।করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাতদিন ব্যাপী লকডাউনের সপ্তম দিনে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকে।সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছুএলাকায় ব্যারিকেড বসিয়েছেন।এসময় তারা শুধু পণ্যবাহী যানবাহন, বিভিন্ন রোগী বহনকারী গাড়ি ও জরুরী সেবাদানকারী যানবাহন ছাড়াও অন্যান্য বেশকিছু জরুরীপ ণ্যবাহী ,গাড়ি ভুয়া কার্ড লাগিয়ে চলাচল করতে দেখা গেছে। ।লকডাউন চলাকালীন সময়ে মহাসড়কসহ অন্যান্য জনগুরুত্বপুর্ন সড়কে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এছাড়া অটোসহ রিকসা চলাচলেও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে ছিলনা ।সরকারের নির্দেশনা মোতাবেক কয়েকটি বাজার ছাড়া অন্যান্য সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। সমস্ত ব্যাংকগুলোর শাখা খোলা থাকলেও সেখানে গ্রাহকের উপস্থিতর সংখ্যা ছিল খুবই কম। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী মহল্লা,পাড়া ও অলিগলিতে মাইকিং করে লকডাউন পালনে এলাকাবাসীদের সচেতন করছেন।নগরীর কোতোয়ালী থানা পুলিশ জানান করোনা ভাইরাসের হাত থেকে মানুষজনকে সচেতন করতে আমরা নিরলসভাবে এলাকায় এলাকায় মাইকিং করছি। সরকারের দেয়া নির্দিষ্ট সময়ের পরেই সকল বাজার-ঘাট ও দোকান-পাট,ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়া হচ্ছে। আমি এলাকা বাসীকে অনুরোধ করব সরকার ঘোষিত এই লকডাউন মেনে সবাই যেন যার যার ঘরে থাকেন। এমনকি প্রয়োজন ছাড়া কোন মানুষকেও অযথা রাস্তায় ঘোরাঘুরি না করতে আহবান