নাটোর সিংড়া প্রতিনিধিঃ আজ বুধবার (২১ এপ্রিল)নাটোরের সিংড়ায় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৯ দোকানিকে ১৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।