বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবউদ্দিন (৭০) আজ ২৩ এপ্রিল ২০২১ ইংরেজি শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর পাঁচলাইশস্থ বেসরকারী ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দীন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত ২০ এপ্রিল করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামের মরহুম আলহাজ্ব হাফেজ আহমদের ১ম পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবউদ্দিন। আজ শুক্রবার রাত ৮টায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা রয়েছে।