আজ শুক্রবার (২৩ এপ্রিল)দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেপুর ও সাতকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানান,হিলির দক্ষিণ বাসুদেবপুরের জিলাপিপট্টি গ্রামের নুর ইসলামের ছেলে রাসেল আহম্মেদ ধলু (২৫), একই এলাকার মৃত ফজলু হকের ছেলে রায়হান শেখ (৩৮)ও বগুড়ার মালিগ্রামের মৃত দেলোয়ার রহমানের স্ত্রী মিলন বেগম (৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে বলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুরের জিলাপিপট্টির ধলুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৯৮ বোতল এমকেডিল ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ ধলু ও রায়হানকে আটক করা হয়। অপরদিকে পৃথক অভিযান চালিয়ে সকাল ৯টায় হিলি সীমান্তের সাতকুড়ি গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মিলন বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।