ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে নিমবাড়ি বাজারে দুই শতাধিক রোজাদার ও শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুলহুদা শাহ এ্যাপোলো, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুম বিল্লাহ্, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামিম হোসেন, সাধাধারণ সম্পাদক কানুপদ দাসসহ জেলা, থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবকলীগ মনে প্রাণে বিশ্বাস করে মানব সেবায় নিয়োজিত থেকেই মানুষের কাছাকাছি থাকা যায়। দেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে আনাচে কানাচে মানুষের পাশে দাড়াচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাক স্বেচ্ছাসেবকলীগ।