আজ শনিবার (২৪ এপ্রিল )ভারত পেতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র। এমনই দাবি নির্মাতা সংশ্লিষ্ট সংস্থার।
সূত্রে জানায়,নির্মাণের কাজ শেষ হলে মহারাষ্ট্রের এই জৈতাপুরে পরমাণু পাওয়ার প্লান্ট বিশ্বের বৃহত্তম তকমা পাবে। প্রকল্পে সহায়তা করছে ফ্রান্সের পরমাণু চুল্লি নির্মাতা সংস্থা ইডিএফ।
তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হবে।
আমেরিকার সংস্থা জিই স্টিম পাওয়ার-এর সঙ্গে যৌথ ভাবে জৈতাপুরে ৬টি ইপিআর পরমাণু চুল্লি নির্মাণ করবে ইডিএফ। নির্মাণের কাজ শেষ হলে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনে সক্ষম হবে জৈতাপুর। যা দিয়ে ৭ কোটি পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।
ইডিএফ-এর পরমাণু বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক জাবিয়ার উরসাত বলেন, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে ১৫ বছর লাগবে। যদিও তার অনেক আগেই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। এই পরমাণু বিদ্যুৎপ্রকল্পের মাধ্যমে অন্তত ২৫ হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি, ২ হাজার ৭০০ স্থায়ী চাকুরি হবে বলেও দাবি ফরাসি সংস্থাটির।