জীবন থাকলে জীবিকা প্রয়োজন, তাই (কোভিড-১৯).ভাইরাস সংক্রামন প্রতিহতকরনে সামাজিক দূরূত্ব. ও মাস্কের ব্যবহারে ‘স্বাস্থ্যসচেতন হোন
সাবধানে থাকুন, নিয়ম মানুন, নিজে সুস্থ থাকুন ও পরিবারকে সুরক্ষিত রাখুন।
মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার(২৫ এপ্রিল) থেকে দেশের সব দোকান ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলে দেওয়া সিদ্ধান্তে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।‘ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে দোকানপাট-শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে খোলা রাখা যাবে। বিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার বা সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’ যা ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকছে। প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হলেও কেউ মানছেন না।অতিদ্রুত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ করছেন মনে হয় এসব কিছুই না। এবার সব খোলা
বেশি ভিড় হলে কোভিড-১৯ সংক্রান্ত যথাযথ আচরণবিধি মেনে না চললে করোনা ভাইরাস ভয়াবহভাবে ছড়িয়ে পরার আশঙ্কা
সামাজিক সচেতনতায় আলোর কণ্ঠ পরিবার