করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ‘কঠোর’ বিধিনিষেধ (লকডাউন) আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৫ মে পর্যন্ত চলবে এই লকডাউন। এই সময় বন্ধ থাকবে অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে শপিংমল রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। হোটেল-রেস্তোরার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। বিমান চলাচলের ক্ষেত্রে আগের যে সিদ্ধান্ত ছিল, সেটাই থাকবে।’ তবে যথারীতি চলবে অভ্যন্তরীণ ফ্লাইট। লকডাউনের মধ্যেই রবিবার থেকেই শপিং মল, মার্কেট, দোকানপাট খোলা হয়েছে। দোকান খোলার সময়সীমা দুই দফা পরিবর্তন করে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। লকডাউনের মধ্যে গণমাধ্যমসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁ খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে। উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়েছে। লকডাউনের মধ্যে ব্যাংকে লেনদেন করা যাচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। সতর্কতার অংশ হিসেবে সীমিত জনবল দিয়ে বিভিন্ন শাখা চালু রেখেছে ব্যাংকগুলো।
এ দিকে গণপরিবহন বন্ধ থাকলেও গতকাল রাজধানীতে ব্যক্তিগত গাড়িসহ নানা পরিবহনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শপিং মল, মার্কেট, দোকানসহ বিভিন্ন বিপণিবিতানে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কাঁচাবাজারেও ছিল উপচে পড়া ভিড়। সর্বক্ষেত্রেই উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। মুভমেন্ট পাস নিয়ে কোনো কড়াকড়ি ছিল না। রাজধানীতে তল্লাশি চৌকিগুলো ছিল ঢিলেঢালা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল বিকালে গণমাধ্যমকে বলেছেন, গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত ছিল। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এক সপ্তাহ বেড়ে তা ৫ মে পর্যন্ত কার্যকর হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে যে বিধিনিষেধগুলো ছিল, সেগুলো এখনো কার্যকর হবে। তবে এ সময় দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।
Bangladesh Pratidinমন্ত্রিপরিষদ বিভাগের গত শুক্রবারের প্রজ্ঞাপনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা থাকলেও ঢাকা মহানগর পুলিশ রবিবার বলেছে, ঈদের আগে রাত ৯টা পর্যন্ত দোকান-শপিং মল খোলা রাখা যাবে বলে তাদের জানানো হয়েছে। এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দোকানপাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে।